Alexa ঝুলছে মায়ের লাশ, দুধ খেতে কাঁদছে শিশু

ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৩ ১৪২৬,   ০২ রজব ১৪৪১

Akash

ঝুলছে মায়ের লাশ, দুধ খেতে কাঁদছে শিশু

সিলেট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:০৫ ২৩ জুলাই ২০১৯   আপডেট: ২১:২৮ ২৩ জুলাই ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেট নগরের আখালিয়া করেরপাড়া থেকে ওলি সরকার নামে দুই সন্তানের মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে বসে কাঁদছে দুই শিশু।

মঙ্গলবার দুপুরে নগরের করেরপাড়ার বি-ব্লকের ২০ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওলি সুনামগঞ্জের দিরাই উপজেলার আছিমপুর গ্রামের মনোরঞ্জন সরকারের মেয়ে ও রাতুল সরকারের স্ত্রী।

জানালার সঙ্গে গলায় ফাঁস লাগানো থাকলেও নিহতের দুই হাঁটু খাটের সঙ্গে লাগানো ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করেছে পুলিশ।

 ওলির দুটি মেয়ে রয়েছে। বড় মেয়ের বয়স সাত বছর ও ছোট মেয়ের ছয় মাস। মরদেহ উদ্ধারের সময় ছোট শিশুটি মায়ের দুধ খাওয়ার জন্য কান্না করছিল। তখন তার বড় বোন ছোট বোনের কান্না থামানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে শিশুটি।

জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী রাতুল সরকারকে আটক করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর