Alexa ঝুঁকিতে লক্ষাধিক মানুষের যাতায়াত

ঢাকা, রোববার   ২৩ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১০ ১৪২৬,   ২৮ জমাদিউস সানি ১৪৪১

Akash

ঝুঁকিতে লক্ষাধিক মানুষের যাতায়াত

শাহজাদা এমরান, কুমিল্লা ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:২৬ ১২ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার মুরাদনগরের সওজ বিভাগের আওতাধীন শ্রীকাইল-মেটংঘর সড়ক। এ সড়কে রয়েছে তিনটি সেতু, যার প্রতিটি ঝুঁকিপূর্ণ।  তবে ঝুঁকির মধ্যেও তিন সেতু ব্যবহার করেন লক্ষাধিক মানুষ।

স্থানীয় আব্দুল কুদ্দুস জানান, উপজেলার শ্রীকাইল-মেটংঘর-কোম্পানীগঞ্জ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন ঢাকা, কুমিল্লা, কোম্পানীগঞ্জ ও মুরাদনগর, বাঙ্গরা থানায় যাতায়তের জন্য সড়কের সেতুগুলো ব্যবহার হয়। এছাড়া শ্রীকাইল বাজার, সরকারি কলেজ, হাই স্কুল, গার্লস স্কুল, সোনাকান্দা কামিল মাদরাসাসহ শিক্ষক-শিক্ষার্থী এবং  শ্রীকাইল নতুন গ্যাস ফিল্ডে যেতে এ সড়ক খুবই গুরুত্বপূর্ণ। মেটংঘর থেকে শ্রীকাইল যেতে প্রথমে ঘোড়াশালের বড় সেতুটি বহু বছর ধরে পরিত্যক্ত রয়েছে। সেতুর মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাঁচ বছর আগে টহল দেয়ার সময় সেতুর ফাটল দিয়ে পড়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।

স্থানীয় ইদ্রিস আলী জানান, ঘোড়াশালে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়ার অবস্থা। স্টিলের পাটাতনে ছোট বড় একাধিক ছিদ্র সৃষ্টি হয়েছে। প্রায় সিএনজিচালিত অটোরিকশার চাকা আটকে যান চলাচল বন্ধ হয়। সোনাকান্দা কবরস্থানের পাশে সেতুর কয়েকটি স্থানে ঢালাই ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেতুর মাঝখানের অংশ খসে পড়ায় ঝুঁকি নিয়ে চলাচল করেন পথচারীরা।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. আহাদ উল্লাহ জানান, নতুন করে সেতু র্নিমাণের জন্য প্রস্তাবনা তৈরি হচ্ছে। প্রস্তাবগুলো অনুমোদন হলেই নতুন সেতু নির্মাণ শুরু হবে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ