Alexa জয়ার বিজয়া , শুটিং মে তে!

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

জয়ার ‘বিজয়া’, শুটিং মে’তে!

 প্রকাশিত: ১২:৩৯ ২৮ এপ্রিল ২০১৮  

জয়া আহসান

জয়া আহসান

এবার ‘বিসর্জন’এর সিক্যুয়াল তৈরি করছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সেই ছবির নাম দিয়েছেন ‘বিজয়া’। ২০১৭ সালে এই ছবিটি মুক্তির পর থেকেই আলোচনায় ছিল যে, এর সিক্যুয়াল তৈরি হবে। এত দিনে পরিচালক জানিয়েছেন, এর সিক্যুয়াল তৈরি হচ্ছে। ‘বিজয়া’ হবে ‘বিসর্জন’এর পার্ট-২।

এতে বাংলাদেশ থাকলেও মূল প্রেক্ষাপট হবে ওপার বাংলা। ‘বিজয়া’তেও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান থাকছেন। সেই সঙ্গে থাকবেন আবীর চ্যাটার্জি, কৌশিক নিজে, লামা প্রমুখ।

ছবির সংগীত পরিচালক যুগ্মভাবে প্রয়াত কালিকা প্রসাদ ও ইন্দ্রদীপ দাশগুপ্ত। কালিকার বেশ কয়েকটি গান থাকবে ছবিটিতে।

পরিচালক জানিয়েছেন, ‘বিসর্জন’ ছবিটি যখন লিখি তখন এমন একটা অংশ ছিল- যা ‘বিসর্জন’ ছবিতে নেই। এবার সেই অংশ নিয়ে ছবি করছি।

‘বিসর্জন’-এর চরিত্র নাসির, পদ্মা, গণেশ প্রমুখের জীবন কোন খাতে প্রবাহিত হলো, কে বেঁচে থাকলো, কে মারা গেল, যে বেঁচে থাকলো সে কি ভালো থাকলো? সন্তানের কী হলো- এসব প্রশ্নের উত্তর থাকবে এই ছবিতে।

মে মাসের শেষের দিকে ‘বিজয়া’র শুটিং শুরু হবে।

ডেইলি বাংলাদেশ/জেডআই

Best Electronics
Best Electronics