Alexa জৌলুস হারাচ্ছে যমুনা

ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২০,   মাঘ ১১ ১৪২৬,   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

জৌলুস হারাচ্ছে যমুনা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 প্রকাশিত: ২৩:৫৩ ৮ জানুয়ারি ২০১৯   আপডেট: ২৩:৫৩ ৮ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের পূর্ব কাজিপুরে যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য চর-ডুবোচর। এতে দিন দিন জৌলুস হারাচ্ছে এক সময়ের খরস্রোতা নদী যমুনা।

পালতোলা নৌকার বদলে যমুনার বুকে চলছে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, ভাড়ায় চালিত মোটর সাইকেল, অটোরিকশা। এতে বেড়েছে খরচ, নষ্ট হচ্ছে সময়। সংকটে পড়েছে কাজীপুরের বিভিন্ন চরের দেড় লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থা।

পানি কমে যাওয়ায় যমুনা নদীর ১০টি রুটে নৌ-চলাচল ব্যাহত হচ্ছে। উপজেলার মেঘাই ঘাট থেকে প্রতিদিন নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, খাসরাজবাড়ী, চরগিরিশি, মনসুর নগর, তারাকান্দি, সিরাজগঞ্জ, সহড়াবাড়ী, রুপসার চরে শতাধিক ইঞ্জিনচালিত নৌকা যাতায়াত করতো। এখন অনেকটা পথ ঘুরে গন্তব্যে এসব নৌযান। এতে যাত্রী ও মালামাল পরিবহন খরচও বেড়েছে। বন্ধ হয়ে যাচ্ছে বেশ কিছু ঘাট।

নাটুয়ারপাড়া ঘাট মালিক সমিতির সভাপতি ওমর আলী মণ্ডল বলেন, আগে নদী পার হতে পৌনে এক ঘন্টা লাগতো। এখন প্রায় আড়াই ঘন্টা লাগে। যাত্রীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি নৌযানের মালিক-শ্রমিকদের আয়ও কমেছে।

নাটুয়ারপাড়া ঘাটের চেইন মাস্টার রফিকুল ইসলাম বলেন, ৩ কিলোমিটার পথ, ১০ থেকে ১২ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। তাই আগের চেয়ে নৌকা চলাচল কমে গেছে। যাত্রী ও মালামাল পরিবহনও কমে গেছে। আমাদের লোকসান গুনতে হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এআর