Alexa জোড়া লাগছে জাস্টিন-সেলেনার সম্পর্ক!

ঢাকা, সোমবার   ২৬ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

জোড়া লাগছে জাস্টিন-সেলেনার সম্পর্ক!

 প্রকাশিত: ১৩:২২ ১৯ ডিসেম্বর ২০১৭   আপডেট: ১৪:১৫ ১৯ ডিসেম্বর ২০১৭

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

বিশ্ব মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের প্রেমকাহিনী। ২০১৪ সালে সেই প্রেম ভেঙে যায়। তবে নতুন করে চলতি বছরের ২৯ অক্টোবর সন্ধ্যায় সঙ্গীতশিল্পী সেলেনা গোমেজের সঙ্গে ফের দেখা গেল জাস্টিন বিবারকে।

দীর্ঘ বিরতির পর তাদের এই দেখা হওয়ার বিষয়টি খুবই স্বাভাবিক মনে করা হলেও পরের মাসেই একাধিকবার এই জুটিকে একসঙ্গে দেখা যাওয়ায় ভিন্ন কিছু ভাবছেন কেউ কেউ। গুঞ্জন শুরু হয়েছে, তাদের ভাঙা প্রেম জোড়া লাগছে।

সম্প্রতি বেশ অসুস্থ ছিলেন সেলেনা। তার কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। এরপরই জাস্টিন বিবারের সঙ্গে দেখা যাচ্ছে সেলেনাকে।

সাবেক প্রেমিকার এমন অসুস্থতার সময় দূরে থাকতে পারেননি জাস্টিন বিবার। এজন্যই তারা পুরনো সম্পর্কে আবারো ফিরছেন বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি একটি প্রাইভেট জেট বিমানে সিয়াটলে গেছেন এ তারকাজুটি। এই সফরকে কেউ কেউ বলছেন, ব্যবসায়িক কাজের জন্য যাওয়া। আবার কেউ কেউ বলছেন, পেশাগত জায়গা থেকেই তাদের এই সফর। এই বিষয়ে বিবার, সেলেনা কেউ মন্তব্য করেননি।

শোবিজ পাড়ায় আলোচিত প্রেমিকযুগল বিবার-সেলেনার প্রেমের সম্পর্ক ভেঙে যায় ২০১৪ সালে। এর আগে বেশ অন্তরঙ্গ হয়ে বিভিন্ন সময় ক্যামেরার ধরা পড়েছেন।

তাদের প্রেম বিশ্বজুড়ে আলোচনা ছড়িয়েছিল। সেই ভাঙা প্রেম এখন জোড়া লাগে কিনা সেটাই দেখার বিষয়।

ডেইলি বাংলাদেশ/এমআরকে

Best Electronics
Best Electronics