জেনে নিন, কী কারণে ডায়াবেটিস হয়?
প্রকাশিত: ১৬:৩৩ ১৪ নভেম্বর ২০১৯

ফাইল ছবি
ডায়াবেটিস একটি ভয়ানক ব্যাধি। এই রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখতে পারলে রোগীর কিডনি, চোখ, হৃৎপিণ্ড ও পা মারাত্মকভাবে আক্রান্ত হয়।
এই সমস্যাগুলো ছাড়াও নানা রকম শারীরিক জটিলতা দেখা দেয়। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। তবে তার আগে অবশ্যই জানা দরকার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আসল কারণ কী এবং এর লক্ষণগুলো। চলুন তবে দেরি না করে জেনে নেয়া যাক এই রোগের কারণ ও লক্ষণগুলো সম্পর্কে-
ডায়াবেটিস হওয়ার কারণ
প্রতিটি রোগের পেছনেই কোনো না কোনো কারণ থাকে। ডায়াবেটিসের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তাই জেনে নিন কারণগুলো-
> অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগের কারণে এই রোগ হয়।
> ওষুধ ও রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে এলে এ রোগ হতে পারে।
> অন্যান্য হরমোনের পরিমাণ বেড়ে গেলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
> শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেও হয়।
> জেনেটিক বা বংশগত কারণে ইনসুলিন তৈরি কম হলে।
> জেনেটিক বা বংশগত কারণে ইনসুলিনের কার্যক্ষমতা কমে গেলে।
> নানা ধরনের সংক্রামক ব্যধির কারণে হতে পারে।
লক্ষণসমূহ
কিছু বিষয়ে খেয়াল রাখলে সহজেই চিহ্নিত করা যায় ডায়াবেটিস। যত আগে ডায়াবেটিস চিহ্নিত করা যায়, ততই ভালো। কারণ তখনই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেয়া যাবে।
> স্বাভাবিকভাবে খাওয়া সত্ত্বেও ওজন কমতে থাকবে।
> যেকোনো ধরনের ক্ষত শুকাতে স্বাভাবিকের তুলনায় অনেক দেরি হবে।
> নানা রকম চর্মরোগ দেখা দিতে পারে।
> চোখে কম দেখা বা দৃষ্টিশক্তি কমে যেতে পারে।
> ঘনঘন প্রস্রাব হওয়া।
> পানি পিপাসা বেশি বেশি লাগবে।
> শরীরে ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হবে।
> বেশি বেশি ক্ষুধা পাবে।
তাই ডায়াবেটিস থেকে নিজেকে রক্ষা করুন এখনই। এর কারণ ও লক্ষণগুলোর দিকে খেয়াল রেখে প্রত্যেককেই সচেতন হোন।
ডেইলি বাংলাদেশ/এএ