Alexa জেএসসি পরীক্ষার প্রস্তুতি: বিজ্ঞান

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৭ ১৪২৬,   ২২ মুহররম ১৪৪১

Akash

জেএসসি পরীক্ষার প্রস্তুতি: বিজ্ঞান

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:২৫ ২৩ আগস্ট ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

প্রিয় জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা,  তোমাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই ধারাবাহিক আয়োজন।  আশাকরি তোমরা উপকৃত হবে।  আজকে বিজ্ঞানের ১৪তম অধ্যায় ( পরিবেশ এবং বাস্তুতন্ত্র )  থেকে প্রশ্নের উত্তর দেয়া হলো  : 

পরিবেশ এবং বাস্তুতন্ত্র


১।  প্রথম স্তরের খাদক কোনটি  ?  

উত্তর : শামুক ।  

২। ফাইটোপ্লাংকটন  কি ?  

উত্তর : উৎপাদক ।  

৩।  পরিবেশ গড়ে  ওঠে  কোনটির সমন্বয়ে ?  

উত্তর : জীব ও জড়ের সমন্বয়ে । 

৪।  পরিবেশের মূল উপাদান কোনগুলো ?  

উত্তর : মাটি,  পানি,  বায়ু    ।  

৫।  কোনটি বাস্তুতন্ত্রের ভৌত উপাদান ?  

উত্তর : আলো ।  

৬।  বাস্তুতন্ত্রেকে অন্য কি নামে আখ্যায়িত করা হয় ?  

উত্তর : বাস্তুসংস্থান ।  

৭।  জীবনধারনের জন্য একে অপরের সাথে সর্ম্পকযুক্ত  - 

উত্তর : উদ্ভিদ  ও প্রাণী ।  

৮।  সবুজ উদ্ভিদ কি নামে পরিচিত ?  

উত্তর : উৎপাদক ।  

৯।  কোনটি অজীব উপাদান ?  

উত্তর : জৈব উপাদান ।  

১০ সুন্দরবনের তৃতীয় স্তরের খাদক কোনটি ?  

উত্তর : বাঘ ।  

১১।  কোনটি বিয়োজক  ?  

উত্তর : ছত্রাক ।  

১২।  কোনটি তৃণভোজী প্রাণী  ?  

উত্তর : গরু ।  

১৩।  প্রথম ও তৃতীয়  স্তরের খাদক ?  

উত্তর : ময়ূর ।  

১৪।  নিচের কোনটি পাচনকারী নামে পরিচিত ?  

উত্তর : বিয়োজক ।  

১৫।  কোনটি পুকুরের ৩য় স্তরের খাদক ?  

উত্তর : সাপ ।  

ডেইলি বাংলাদেশ/এমএইচ