Alexa জেএসসি পরীক্ষার প্রস্তুতি: ইসলাম ও নৈতিক শিক্ষা

ঢাকা, শনিবার   ২৯ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৬ ১৪২৬,   ০৫ রজব ১৪৪১

Akash

জেএসসি পরীক্ষার প্রস্তুতি: ইসলাম ও নৈতিক শিক্ষা

সুরাইয়া আফরিন মুন  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:১৪ ১১ মার্চ ২০১৯   আপডেট: ২২:৩১ ১১ মার্চ ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

প্রিয় জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই আয়োজন। আশাকরি তোমরা উপকৃত হবে। আজকে ইসলাম ও নৈতিক শিক্ষা এর ১ম  অধ্যায় (আকাইদ) থেকে ৩০টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো - 

১। তাকদির অর্থ কী ? 

উত্তর : তাকদির অর্থ ভাগ্য। 

২। মুনাফিকের  চিহ্ন কয়টি ? 

উত্তর : তিনটি। 

৩।  খতমে নবুওয়াত  শব্দের অর্থ কি ? 

উত্তর : নবিগনের দায়িত্বর পরিসমাপ্তি  বা  নবুয়াতের সমাপ্তি । 

৪।  আল- আসমাউল  হুসনা কাকে বলে ? 

উত্তর : আল্লাহ তায়ালার গুনবাচক নামসমুহকে একত্রে  আল- আসমাউল হুসনা বলে । 

৫। আল্লাহ মুহাইমিনুন অর্থ  কি ? 

উত্তর : আল্লাহ আশ্রয়দাতা । 

৬।  'সাইয়েদুল মুরসালিন কে ? 

উত্তর : সর্বশেষ নবি হযরত  মুহাম্মদ  (স.) । 

৭। প্রসিদ্ধ ফেরেশতা কতজন ? 

উত্তর : চারজন। 

৮।  আল্লাহ তায়ালার কয়টি গুনবাচক  নাম রয়েছে ? 

উত্তর : ৯৯ টি। 

৯। 'আল্লাহ রাউফুন ' অর্থ কি? 

উত্তর : অতিশয় দয়াবান। 

১০।  শাফাআত  কাকে বলে ? 

উত্তর :  ইসলামি শরিয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তায়ালার নিকট নবি - রাসুলগনের   সুপারিশ করাকে শাফাআত  বলে। 

১১।  জাহান্নাম কি ? 

উত্তর : আগুনের গর্ত,   শাস্তির স্থান । 

১২।  নিফাক  কি ? 

উত্তর : মুখে বিশ্বাস স্থাপন  ও  অন্তরে অবিশ্বাস  করাকে  নিফাক  বলে । 

১৩। কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী  পর্যায়কে  কি  বলে ? 

উত্তর : বারযাখ বলে । 

১৪।  সর্বশ্রেষ্ট    জান্নাতের নাম  কি ? 

উত্তর : জান্নাতুল ফিরদাউস। 

১৫।  খতম শব্দের অর্থ  কি ? 

উত্তর  : শেষ, সমাপ্ত। 

১৬। বাংলা ভাষায় আখিরাতকে  কি  বলে ? 

উত্তর : পরকাল। 

১৭।  ইদগাম কাকে বলে ? 

উত্তর :  নুন সাকিন  বা তানবিনের পর ইদগামের ছয়টি হরফ থেকে কোনো  একটি হরফ  থাকলে নুন সাকিন বা তানবিনের সাথে ওই হরফকে সন্ধি করে  মিলিয়ে পড়াকে ইদগাম  বলে।  

 ১৮।   বারযাখ   কি?  

উত্তর : দুটি  বস্তুর মধ্যবর্তী  পযার্য়। 

১৯।   কিয়ামত  কাকে বলে ? 

উত্তর :  কিয়ামত বলতে সেদিনকে বোঝায়  যেদিন কবর থেকে মানুষ উঠে আল্লাহর সম্মুক্ষীন হবে। 

২০।  রিসালাত  কি ? 

উত্তর : আল্লাহ তায়ালার বাণী,  আদেশ-নিষেধ  মানুষের পৌঁছানোকে  রিসালাত বলে। 

২১।  আকাইদ কাকে বলে ? 

উত্তর : ইসলামের মৌলিক  বিষয়গুলোর  ওপর  বিশ্বাসকে  আকাইদ  বলে । 

২২। জান্নাত শব্দের অর্থ কি? 

উত্তর : বাগান,  উদ্যান,  আবৃত স্থান । 

২৩।   নৈতিকিতা  কি ? 

উত্তর : নীতিসম্মন্ধনীয়,  নীতিমুলক  কাজে - কর্মে,  কথা - বার্তায় নীতি ও আদর্শের  অনুসরণই হলো নৈতিকতা ।  

২৪।  মুমিন কাকে বলে ? 

উত্তর : যে ব্যক্তি ইমান আনে তাকে মুমিন বলা হয় ।  

২৫।   ইমানের কয়টি  দিক  রয়েছে ? 

উত্তর : ৩টি । 

২৬।   কর্মফল   ভোগের স্থান  কোনটি ? 

উত্তর : আখিরাত । 

২৭।  ফেরেশতারা কিসের তৈরি ? 

উত্তর : নুরের । 

২৮। ফেরেশতাকূলের ওপর ইমান আনা কি ?  

উত্তর :  ফরজ । 

২৯।  মুনাফিকরা কেন কাফিরদের চেয়ে বেশি ক্ষতিকর ? 

উত্তর :  এরা গোপন শত্রু । 

৩০।  রিসালাত অর্থ কি ? 

উত্তর : চিঠি  পৌঁছানো।     

ডেইলি বাংলাদেশ/এমএইচ