Alexa জুড়ীতে নীলমনি সিংহকে সংবর্ধনা

ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১২ ১৪২৬,   ০১ রজব ১৪৪১

Akash

জুড়ীতে নীলমনি সিংহকে সংবর্ধনা

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:৪৯ ১১ মার্চ ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের জুড়ীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কোংখাম নীলমনি সিংহকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার বিকেলে মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অরুন মনি সিংহের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফখর উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কোংখাম নীলমনি সিংহ। বিশেষ অতিথি ছিলেন জুড়ী ইউএনও অসীম চন্দ্র বনিক,  জুড়ী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজন কুমার সাহা, শিক্ষাবিদ আব্দুর রহমান, জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রনতি নাথ প্রমুখ।

এসময় ডা. বিনোদ নাথ স্মৃতি মেধা অন্বেষণ প্রকল্প ২০১৮ সালের কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

ডেইলি বাংলাদেশ/এমকেএ