Alexa জিনের ভয় দেখিয়ে ১৮ বছর ধরে নারী-শিশুকে ধর্ষণ করতেন ইমাম

ঢাকা, বৃহস্পতিবার   ২০ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৮ ১৪২৬,   ২৬ জমাদিউস সানি ১৪৪১

Akash

জিনের ভয় দেখিয়ে ১৮ বছর ধরে নারী-শিশুকে ধর্ষণ করতেন ইমাম

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:১৯ ২২ জুলাই ২০১৯   আপডেট: ১৫:২৩ ২২ জুলাই ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জিনের ভয় দেখিয়ে ১৮ বছর ধরে একাধিক নারী ও শিশুকে ধর্ষণ ও বলাৎকারের ঘটনায় রাজধানীর দক্ষিণখান থেকে মসজিদের এক ইমামকে আটক করেছে র‌্যাব-১। আটককৃত ইমামের নাম ইদ্রিস আহমেদ।

সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. সারোয়ার বিন কাশেম।

তিনি আরো জানান, গ্রেফতার ইদ্রিস আহমেদ দক্ষিণখানের একটি মসজিদের ইমাম। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় প্রায় ১৮ বছর ধরে শিক্ষকতা করে আসছে। ইদ্রিসের বিরুদ্ধে চার-পাঁচ জন নারীকে ধর্ষণ ও ১০-১২ কিশোরকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। জিনের ভয় দেখিয়ে তিনি এসব অপকর্ম করে আসছিলেন।

তিনি বলেন, ইদ্রিস ঝাড়ফুঁক ও তাবিজ-কবজ দেয়া এবং জিনের ভয় দেখিয়ে নারীদের ধর্ষণ করতো। তিনি তার মসজিদ ও মাদরাসার খাদেম ও ছাত্রদের জোরপূর্বক বলাৎকার করতো। তিনি এসব মোবাইলে ধারণ করতো এবং কাউকে না বলার জন্য জিনের হুমকি দিতো। এভাবে বারবার একই কাজ করতো।

র‌্যাবের এই কর্মকর্তা আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইদ্রিস ধর্ষণ ও বলাৎকারের ঘটনা স্বীকার করেছে। দক্ষিণখান থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকে