Alexa জার্মানি ও আবুধাবি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

জার্মানি ও আবুধাবি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :: staff-reporter

 প্রকাশিত: ১০:৫৮ ৩০ জানুয়ারি ২০১৯   আপডেট: ১০:৫৮ ৩০ জানুয়ারি ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর শেখ হাসিনা আগামী ১৪ ফেব্রুয়ারি প্রথম কোনো দেশ সফরে যাচ্ছেন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ সফর করবেন। এরপর ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও দ্বিপক্ষীয় সম্মেলনে অংশ নিতে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। 

সফরের প্রস্তুতি নিতে মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. শহিদুল হকের সভাপতিত্বে দুটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য এজেন্ডা নিয়ে আলোচনা হয়। 

মন্ত্রনালয় সূত্রে গেছে, মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সম্মেলনে বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ অতিথিরা আসছেন। সেখানে অন্যান্য ইস্যুর মধ্যে চলমান রোহিঙ্গা সংকট ও এর নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরার সম্ভাবনা রয়েছে।

ডেইলি বাংলাদেশ/এলকে

Best Electronics
Best Electronics