Alexa জামালপুরে মুজিববর্ষের জনসভা ১৫ ফেব্রুয়ারি

ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৫ ১৪২৬,   ০৪ রজব ১৪৪১

Akash

জামালপুরে মুজিববর্ষের জনসভা ১৫ ফেব্রুয়ারি

জামালপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৩:২৮ ২৬ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জনসভা করবে জামালপুর আওয়ামী লীগ।

১৫ ফেব্রুয়ারি সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে এ জনসভা হবে।

শনিবার সন্ধ্যায় এক জরুরি মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ।

সভায় জানানো হয়, মুজিববর্ষের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি ও জিএসএম মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, সানোয়ার হোসেন সানু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর