Alexa জামালপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

জামালপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

জামালপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:৫৩ ২২ আগস্ট ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জামালপুরের মাদারগঞ্জে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে রিপন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনারিতলা ইউপির বাকুরচর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

তারা হলেন- বিনা, শহিদুল্লাহ ও শাহ আলম। তাদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাদারগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার কড়ুইচুড়া ইউপির ভেলামারী এলাকায় জামালপুরগামী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী রিপন ঘটনাস্থলেই নিহত হন।

ডেইলি বাংলাদেশ/আরএম