Alexa জামালপুরে পাঁচ গ্রাম প্লাবিত

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ জুলাই ২০১৯,   শ্রাবণ ৩ ১৪২৬,   ১৪ জ্বিলকদ ১৪৪০

জামালপুরে পাঁচ গ্রাম প্লাবিত

জামালপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০২:০৪ ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৯:০৫ ১১ জুলাই ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

অতিবৃষ্টিতে জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউপিতে বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।

গত দুই দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে কামালপুর ইউপির সাতানীপাড়া, বালুঝুড়ি, কনেকান্দা, সোমনাথপাড়াসহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ায় এসব এলাকার প্রায় ২০টি পুকুর, দুটি মাছের প্রকল্প ও অসংখ্য বীজতলা নষ্ট হয়ে গেছে।

সাতানিপাড়া গ্রামের হারুন অর রশীদ জানান, দ্রুত বাঁধটি সংস্কার করা না হলে আরো নতুন এলাকা প্লাবিত হবে।

বকশীগঞ্জ ইউএনও দেওয়ান তাজুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে বাঁধটি সংস্কার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এমআর