Alexa জামালপুরে অপহৃত শিশুর মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

জামালপুরে অপহৃত শিশুর মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩

 প্রকাশিত: ২১:৩২ ২৭ এপ্রিল ২০১৮   আপডেট: ০৯:৩৯ ২৮ এপ্রিল ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুর সদর উপজেলায় ট্রাঙ্কের ভেতর থেকে অপহৃত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ অপহরণকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার ঝাউলা বন্দেরবাড়ী গ্রামে বাড়ির পাশে লিচুতলা থেকে এ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু লাবিব ওই গ্রামের ওমান প্রবাসী ইউসুফ আলীর ছেলে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনুছ আলীর ছেলে সানোয়ার হোসেন, আব্দুর রহমানের ছেলে ফয়সাল খন্দকার, খবির উদ্দিনের ছেলে বাবুলকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাউলা গ্রামের রোমান প্রবাসী ইউসুফ আলীর ৬ বছরের শিশুপুত্র লাবিবকে বৃহস্পতিবার বিকেলে ডেকে নিয়ে যায় আব্দুর রহমানের ছেলে ফয়সাল খন্দকার। ঘটনার ১ ঘন্টা পর অপহরণকারীরা শিশু লাবিবের মা লাভলী বেগমকে মোবাইলে ফোনে জানায় তার পুত্র ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় আছে। পুত্রকে নিতে হলে টাকা নিয়ে ওইস্থানে মাকে যেতে বলে অপহরণকারীরা। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির মা লাভলী বেগম নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি জিডি করেন। এরপর রাতে শিশু মরদেহ উদ্ধার করা হয়।

জামালপুর সদর উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি আনসার আলী জানান, শিশুটিকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেডএম

Best Electronics
Best Electronics