Alexa জামালগঞ্জে মাছ নিধনের বিষে মরল শতাধিক হাঁস

ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৫ ১৪২৬,   ০৪ রজব ১৪৪১

Akash

জামালগঞ্জে মাছ নিধনের বিষে মরল শতাধিক হাঁস

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৩৬ ২৪ জানুয়ারি ২০২০  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের জামালগঞ্জে মাছ নিধনের বিষে মরল শতাধিক হাঁস। শুক্রবার সকালে উপজেলার ভান্ডা বিলে এ ঘটনা ঘটে।

নিজ বাড়িতে এক হাজার হাঁসের একটি খামার গড়ে তুলেছিলেন উপজেলার ফেনারবাক ইউপির আলিপুর গ্রামের সদর মিয়ার ছেলে মো. জাকির হোসেন। নিজ সন্তানের মতোই এসব হাঁসের দেখভাল করতেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার সকালে পার্শ্ববর্তী গ্রামের ভান্ডা বিলের একাংশে খাদ্যগ্রহণের জন্য হাঁসগুলোকে নিয়ে যায় খামারের কেয়ারটেকার। 

বিলের মাছ ধরার পর মাটির নিচে লুকিয়ে থাকা বিভিন্ন ধরনের মাছ ধরার জন্য সেই মাটিতে বিষ প্রয়োগ করা হয়। আর সেখানে হাঁস নেমে মাটি থেকে খাদ্যগ্রহণের পর ঘটনাস্থলেই একের পর এক হাঁস মারা যেতে থাকে। 

জাকিরের ভাষ্য মতে, তার হাঁস সেই বিলে চড়ানোর আগে বিলের মাছ শিকারীদের জিজ্ঞাসা করা হয়েছে বিলে কোনো ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে কিনা। তারা জবাবে কোনো ধরনের বিষক্রিয়া মাটিতে প্রয়োগ করেনি বলে জানায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জাকির হোসেন অভিযোগ করেন, কান্দবপুর গ্রামের কয়েকজন শত্রুতা করে এ ঘৃণ্য কাজ করেছে।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, এ  মুহূর্তে আমি কুমিল্লায় আছি। তবে ঘটনার ব্যাপারে অভিযোগ পেলে আমরা আইনত ব্যবস্থা নেব।

ডেইলি বাংলাদেশ/জেএইচ