জামায়াতের হাতে বিএনপির কবর রচনা হবে: নানক
প্রকাশিত: ১৯:০৬ ১২ জুন ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, জামায়াতে ইসলামীর হাতে বিএনপির কবর রচনা হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে যুবলীগ আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
নানক বলেন, স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। বারবার দেশের নিরীহ মানুষ ও আওয়ামী লীগের ওপর হামলা করছে। আর বিএনপি সেই ৭১’এর পরাজিত শক্তিকে প্রতিষ্ঠা করেছে। স্বাধীনতা বিরোধীদের গাড়িতে তুলে দিয়েছে পতাকা।
বিএনপি অফিসে তালা প্রসঙ্গে নানক বলেন,কেন্দ্রীয় নেতাদের ছত্রছায়ায় ছাত্রদল অফিসে তালা দেয় এতে বিএনপির লজ্জা হওয়া উচিত।
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা আজম, অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ।
ডেইলি বাংলাদেশ/এস.আর/এমআরকে