Alexa জাবির সালাম-বরকত হলে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু

ঢাকা, রোববার   ১৯ জানুয়ারি ২০২০,   মাঘ ৫ ১৪২৬,   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

জাবির সালাম-বরকত হলে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু

জাবি প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:১৮ ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১১:৩৪ ৮ ডিসেম্বর ২০১৯

ছবিঃ ডেইলি বাংলাদেশ

ছবিঃ ডেইলি বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুজিব বর্ষের ক্ষণগণনা ও আলোচনা সভা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল ছাত্রলীগ।

শনিবার রাত ১২টা ১ মিনিটে হলটির কমনরুমে মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন করেন প্রাধ্যক্ষ অধ্যাপক আলী আজম তালুকদার।

মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন শেষে শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নিলাদ্রী শেখর মজুমদার বলেন, মুজিব বর্ষ শুধু বাংলাদেশেই নয়, বরং সারাবিশ্বে উদযাপন করা হবে৷ সেই ধারাবাহিকতায় শহীদ সালাম বরকত হল ছাত্রলীগের এই আয়োজন। বছর জুড়ে আমাদের নানা আয়োজন চলবে। এই আয়োজনে সকলের সতঃস্ফুর্ত অংশগ্রহণ আশা করছি।

সবাইকেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, সারা বাংলাদেশজুড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে। মুজিব বর্ষের মাধ্যমে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে প্রবেশ করবে।

প্রধান অতিথি ছিলেন শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আলী আজম তালুকদার। তিনি বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে দেশ আজ এগিয়ে যাচ্ছে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের কারণে। শেখ হাসিনার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত বইছে বলেই এসব সম্ভব হচ্ছে। এখান থেকেই আমাদের অনেক কিছু শেখার আছে।

ডেইলি বাংলাদেশ/জেডএম