Alexa জাবিতে ‘বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ শুরু

ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৪ ১৪২৬,   ০৩ রজব ১৪৪১

Akash

জাবিতে ‘বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ শুরু

জাবি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:০৩ ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ১৬:০৪ ২৫ জানুয়ারি ২০২০

ছবিঃ ডেইলি বাংলাদেশ

ছবিঃ ডেইলি বাংলাদেশ

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগের আয়োজনে ‘বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২০ ’ শুরু হয়েছে। বৃহস্পতিবার  রাত ৭টার দিকে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ হেল কাফী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। 

এসময় অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ হেল কাফী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। শরীর ভালো থাকলে মন আর মন ভালো থাকলে জীবনে নতুন উদ্যোমে সবকিছুই ভালো লাগে। খেলা হচ্ছে সেই ভালো থাকার খোরাক। হল শাখা ছাত্রলীগের এমন মহৎ উদ্বোগে সত্যি আমি গর্বিত। খেলা শিক্ষার্থীদের মন জগতে আনন্দ উদ্দীপনার খোরাক হিসাবে কাজ করবে বলে মনে করি।

এছাড়াও শাখা ছাত্রলীগের উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগ বরাবরই বিভিন্ন গঠনমূলক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। খেলাধুলা হলের আবাসিক শিক্ষার্থীদের উজ্জীবিত করে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রলীগের সহ-সভাপতি বায়জিদ রানা কলিন্স, শাখা ছাত্রলীগের দফতর সম্পাদক এম মাইনুল হুসাইন রাজন , ছাত্রলীগ কর্মী খোন্দকার নাঈম-উল-ইসলাম, সহ-সম্পাদক মো. সাইফুল্লাহ, ছাত্রলীগ কর্মী মো. আর-রাফি চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়া আয়োজকদের মধ্য থেকে ৪৫তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম বাদল, ওসমান গনি ভূঁইয়া কৌশিক, তাকিদসহ প্রায় শতাধিক হলের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/জেডএম