Alexa জাবিতে র‌্যাগিংয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০১৯,   আশ্বিন ৩০ ১৪২৬,   ১৫ সফর ১৪৪১

Akash

জাবিতে র‌্যাগিংয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

 প্রকাশিত: ২০:০৮ ১১ ফেব্রুয়ারি ২০১৮  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের বিরোধীতা করে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সভাপতি ফরিদ আহমদ ও সাধারণ সম্পাদক ফরিদ অাহমেদ লিখিত বিবৃতিতে জানান, প্রথম বর্ষের (৪৭ তম ব্যাচ) এক শিক্ষার্থী র‌্যাগিংয়ের শিকার হয়ে মানসিক ভারসম্যহীন হয়ে পড়েছেন। যা খুবই দুঃখজনক।

ওই ঘটনার সমালোচনা করে তারা বলেন, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে র‌্যাগিং নামক এক অপসংস্কৃতি চালু রয়েছে। বর্তমানে তার মাত্রা ভয়াবহ অাকার ধারণ করেছে।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং এক অাতঙ্কের নাম। প্রতিবছর প্রথম বর্ষের ক্লাস শুরু হলেই প্রকোপ অাকার ধারণ করে এই ব্যাধি। নবীন শিক্ষার্থীদেরকে বিভাগ, হল এমনকি ক্যাম্পাসের সর্বত্র র‌্যাগিংয়ের শিকার হতে হচ্ছে। এমতাবস্থায় একটি উদ্বিগ্ন সময় পার করছে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ দেশের সচেতন মানুষ।

এই ভয়াল ব্যাধি থেকে মুক্তি পেতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সকলের ঐকান্তিক প্রয়াস কামনা করছে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/আরআর