Alexa জাপান গেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

ঢাকা, বুধবার   ১৬ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

জাপান গেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৪২ ৯ অক্টোবর ২০১৯  

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বাংলাদেশের অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক একটি সেমিনারে যোগ দিতে জাপান গেছেন।

চারদিনের সরকারি সফরে তিনি মঙ্গলবার দুপুর দেড়টায় থাই এয়ার ওয়েজে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। 

ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট (আই এম) জাপানের আয়োজনে সেমিনারটি আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় জাপানের রাজধানী টোকিও’র গ্র্যান্ড প্রিন্স হোটেলে অনুষ্ঠিত হবে।

সফরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জাপানের মিনিস্ট্রি অফ জাস্টিসের মন্ত্রী কাৎসুইউকি কাওয়াই, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাসি ইনাদু, ভূমি, অবকাঠামো ও পর্যটন প্রতিমন্ত্রী নোবুহিদে মিনোরিকাওয়া এবং জাইকা’র ভাইস প্রেসিডেন্ট কাজুহিকো কোশিকাওয়া ও আরো কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।

এছাড়াও মন্ত্রী জাপানের বিভিন্ন শিল্প, কারখানা এবং প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন।

রোববার সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ