Alexa জাপানে প্রলয়ঙ্কারী টাইফুন হাগিবিসের আঘাতে নিহত বেড়ে ৭০

ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৭ ১৪২৬,   ১৪ রবিউস সানি ১৪৪১

জাপানে প্রলয়ঙ্কারী টাইফুন হাগিবিসের আঘাতে নিহত বেড়ে ৭০

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:০৫ ১৫ অক্টোবর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাপানে আঘাত হানা প্রলয়ঙ্কারী টাইফুন হাগিবিসের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে অন্তত ১৫ জন।

মঙ্গলবার দেশটির উদ্ধারকারীরা বিভিন্ন ধ্বংসস্তুপ থেকে আরো বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করায় এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 
 
শনিবার জাপানের মধ্য ও পূর্বাঞ্চলে ঘন্টায় প্রায় ১৪৪ কিলোমিটার গতিতে আঘাত হানে সুপার টাইফুন হাগিবিস। দেশটিতে গত ৬০ বছরের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। 

হাগিবিসের তাণ্ডবের প্রায় তিন হয়ে গেলেও এখনো খুঁজে পাওয়া যাচ্ছে ধ্বংসস্তুপের নিঁচে চাপা পড়ে থাকা মানুষের মরদেহ। সবচেয়ে বেশি প্রাণহানীর ঘটনা ঘটেছে উত্তরাঞ্চলীয় নগরী ফুকুশিমায়। সেখানে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জাপানি সংবাদমাধ্যম এনএইচকে নিউজ জানিয়েছে। 

উদ্ধারকাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবশিষ্ট নিখোঁজদের উদ্ধারে তারা এখনও অভিযান অব্যাহত রেখেছে।
 

ডেইলি বাংলাদেশ/মাহাদী