Alexa জাপানের ‘রাইজিং সান’ সম্মাননা পেলেন মাহমুদুল হক

ঢাকা, মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৫ ১৪২৬,   ২৩ জমাদিউস সানি ১৪৪১

Akash

জাপানের ‘রাইজিং সান’ সম্মাননা পেলেন মাহমুদুল হক

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০১:৫১ ৫ ডিসেম্বর ২০১৯  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদুল হক জাপানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব দ্য রাইজিং সান’-এ ভূষিত হয়েছেন। বুধবার সন্ধ্যায় তার হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেয়া হয়। 

ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাপান দূতাবাস জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক অধ্যাপক মাহমুদুল হক জাপানের ‘অর্ডার অব দ্য রাইজিং সান’-এ ভূষিত হয়েছেন। সন্ধ্যায় জাপান দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেন, অধ্যাপক মাহমুদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক দশক ধরে শিক্ষাদান করছেন। তিনি ১৯৮৪ সালে জাপানের শুকুবা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টস বিভাগে মাস্টার্স পাস করেছেন। তিনি এই সম্মাননা পাওয়ায় আমরা আনন্দিত।

ডেইলি বাংলাদেশ/আরএ