জানাজা শেষে ফেরার পথে লাশ হলেন স্বামী, হাসপাতালে স্ত্রী
ফরিদপুর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২১:৪১ ২৩ মার্চ ২০২০ আপডেট: ২১:৪৬ ২৩ মার্চ ২০২০

নিহত রবিউল ইসলাম (ছবি: ডেইলি বাংলাদেশ)
ফরিদপুরে আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও শাশুড়ি।
সোমবার দুপুরে ভাঙ্গা উপজেলারে কালিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম নগরকান্দা উপজেলার কাইচাইল ইউপির কফাইবালিয়া গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে।
আহতরা হলেন- নিহতের স্ত্রী স্মৃতি আক্তার ও শাশুড়ি কহিনুর বেগম। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, ভাঙ্গা উপজেলা থেকে এক আত্মীয়ের জানাজা শেষে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে মোটরসাইকেলে নগরকান্দায় ফিরছিলেন রবিউল। কালিয়ার মোড় এলাকায় পৌঁছালে দোলা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রবিউল নিহত হন।
ডেইলি বাংলাদেশ/এমআর