Alexa জাতীয় সঙ্গীতের সময় মুখ বিকৃতিতে শাস্তি

ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৪ ১৪২৬,   ০৩ রজব ১৪৪১

Akash

জাতীয় সঙ্গীতের সময় মুখ বিকৃতিতে শাস্তি

 প্রকাশিত: ১৭:২৯ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ১৭:২৯ ৯ নভেম্বর ২০১৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

জাতীয় সঙ্গীত চলাকালীন মুখ বিকৃত করায় শাস্তির মুখোমুখি হয়েছেন ব্রাজিলের মাঝমাঠের ফুটবলার দিয়েগো ট্রাডেল্লি। চায়না সুপার লিগের দল শানডং লিওনেংয়ের হয়ে খেলেন ট্রাডেল্লি। আর সেখানেই ঘটনার সূত্রপাত।

গত মাসের ২৮ তারিখ রোববার চায়না সুপার লিগের একটি ম্যাচে সাংহাই স্টেডিয়ামে শানডং লিওনেং মুখোমুখি হয় সাংহাই ইস্ট এশিয়ার বিপক্ষে। ম্যাচের আগে চীনের জাতীয় সঙ্গীতের সময় মুখ বিকৃত করে দিয়েগো ট্রাডেল্লি। এজন্য এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে চায়না ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)।

৩৩ বছর বয়সী ট্রাডেল্লি জাতীয় সঙ্গীত চলাকালীন মুখ নীচের দিকে রাখেন। এবং ডান হাত দিয়ে মুখ ঘষছিলেন। আর তা মেনে নিতে পারেনি সিএফএ। শাস্তির মুখোমুখি করে এক বিবৃতিতে সিএফএ বলে, ‘যখন জাতীয় সঙ্গীত চলছিল এবং সবাই গাইছিল তখন ট্রাডেল্লির আচরণ বিনয়ী (ভদ্রলোকের মত) ছিল না। আর এতে সামাজিক প্রভাব পড়ছে।’

ট্রাডেল্লির এ কাণ্ডের পর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে অনেকে (চায়নিজ) কড়া সমালোচনা করেছেন। একজন টুইটারে লিখেন, ‘তুমি কোন দেশ থেকে আসছ এটা কোনো বিষয় না। তোমাকে অবশ্যই অন্য দেশের জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকাকে সম্মান করতে হবে।’

ডেইলি বাংলাদেশ/এমএইচ