Alexa জাতীয় শ্রমিক লীগের কম্বল বিতরণ

ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২০,   মাঘ ১৪ ১৪২৬,   ০২ জমাদিউস সানি ১৪৪১

Akash

জাতীয় শ্রমিক লীগের কম্বল বিতরণ

নড়াইল প্রতিনিধি

 প্রকাশিত: ১০:০৭ ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ১০:০৭ ১০ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় শ্রমিক লীগ নড়াইল জেলা শাখার পক্ষ হতে বুধবার রাতে সংগঠনের হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনের দলীয় কার্যালয়ে অর্ধশতাধিক সদস্যের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের ডিসি আনজুমান আরা, বিশেষ অতিথি এডিসি (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম।

এসময় জাতীয় শ্রমিক লীগ নড়াইল জেলা শাখার সভাতি বিএম হামিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম, জেলা কমিটির সদস্য মো. শাহীদুজ্জামান নান্নু, মো. মিজানুর রহমান সরদার, সদর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. আশরাফুল আলম, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. আব্দুর রাজ্জাক, মো. আবুল কালাম, পৌরশাখার সভাপতি মো. কামরুল বিশ্বাসসহ অন্যান্যরা সদস্যরা উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম বলেন, জাতীয় শ্রমিক লীগ নড়াইল জেলা শাখার পক্ষ থেকে প্রতিবছরই দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় এবছরও কম্বল বিতরণ করা হয়েছে। এভাবে যদি সমাজের প্রতিটি প্রতিষ্ঠান এগিয়ে আসে তাহলে আমাদের সমাজের হতদরিদ্ররা শীতে কষ্ট পাবে না।  
 
ডেইলি বাংলাদেশ/এমকে