Alexa জাতীয় নদী রক্ষা কমিশনে নিয়োগ

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১০ ১৪২৬,   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

জাতীয় নদী রক্ষা কমিশনে নিয়োগ

 প্রকাশিত: ১৬:৪৩ ২০ জুলাই ২০১৮   আপডেট: ১৬:৪৭ ২০ জুলাই ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় নদী রক্ষা কমিশনে অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত নিম্নলিখিত শূন্য পদগুলো পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের নাম ও সংখ্যা:

১. সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ)- ০১ জন

বেতন: ২২,০০০-৫৩০৬০ (গ্রেড-৯)

২. সহকারী পরিচালক (গবেষণা ও পরিকল্পনা)-০১ জন

বেতন: ২২,০০০-৫৩০৬০ (গ্রেড-৯)

৩. সহকারী পরিচালক (পরিবিক্ষণ ও সমন্নয়ন)- ০১ জন

বেতন: ২২,০০০-৫৩০৬০ (গ্রেড-৯)

৪.সহকারী প্রধান ( জিও টেকনিক্যাল)- ০১ জন

বেতন: ২২,০০০- ৫৩০৬০ ( গ্রেড-৯)

৫. সহকারী প্রধান (জীব বিজ্ঞান)- ০১ জন

বেতন: ২২,০০০- ৫৩০৬০ ( গ্রেড-৯)

৬. সহকারী প্রধান ( পরিবেশ ও প্রতিবেশ)- ০১ জন

বেতন: ২২,০০০-৫৩০৬০ (গ্রেড-৯)

৭. সহকারী প্রধান (পানি প্রকৌশল)- ০১ জন

বেতন: ২২২,০০০-৫৩০৬০ (গ্রেড ৯)

৮. সহকারী প্রোগ্রামার- ০১ জন

বেতন: ২২,০০০-৫৩০৬০ ( গ্রেড-৯)

৯. হিসাব রক্ষক- ০১ জন

বেতন: ১১,৩০০-২৭,৩০০ (গ্রেড-১২)

১০. সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর- ০৩টি

বেতন: ১২০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)

১১. ক্যাশিয়ার- ০১ জন

বেতন: ১০,০০০-২৪৬৮০ (গ্রেড-১৪)

১২. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর- ০৮ জন

বেতন: ৯৩০০-২২,৪৯০ ( গ্রেড-১৬)

১৩. ডাটা এন্ট্রি অপারেটর- ০১জন

বেতন: ৯৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬) 

বয়স সীমা: ৩০ এর মধ্যে হতে হবে।

 আবেদনের সময়সীমা: ৩০ আগস্ট, ২০১৮

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট http://nrcc.teletalk.com.bd    

আবেদনের প্রক্রিয়াসহ বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে..

ডেইলি বাংলাদেশ/আরএজে