Alexa জাতির জনকের প্রতিকৃতিতে ঢাবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ৯ ১৪২৬,   ২২ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

জাতির জনকের প্রতিকৃতিতে ঢাবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

 প্রকাশিত: ১৬:৫০ ৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ১৬:৫১ ৭ সেপ্টেম্বর ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু জাদুঘরে এই শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে গত বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

রাষ্ট্রপতি ও আচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭৩-এর ১১(২) ধারা মোতাবেক ড. মো. আখতারুজ্জামানকে সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব প্রদান করেছেন। সূত্র: বাসস

ডেইলি বাংলাদেশ/আরএজে

Best Electronics
Best Electronics