Alexa জর্ডানে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১

ঢাকা, শুক্রবার   ১৮ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৮ সফর ১৪৪১

Akash

জর্ডানে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১

 প্রকাশিত: ১৯:০৪ ১০ নভেম্বর ২০১৮   আপডেট: ১৯:০৪ ১০ নভেম্বর ২০১৮

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জর্ডানের সরকারি গণমাধ্যম জানিয়েছে, দেশটিতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো অভিযান চলছে।

শনিবারের খবরে বলা হয়, শুক্রবার পেত্রাসহ জর্ডানের বিভিন্ন এলাকায় বন্যা আঘাত হানে। প্রাচীন নগরী পেত্রা ঘুরতে যাওয়া পর্যটকরা বন্যা থেকে রক্ষা পেতে উঁচু ভূমিতে গিয়ে আশ্রয় নেন।

সরকারের মুখপাত্র ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, শনিবার নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এদিন সকালে রাজধানী আম্মানের দক্ষিণাঞ্চল থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়। তারা আরো জানায়, নিখোঁজদের সন্ধানে অভিযান চলমান রয়েছে।

দুই সপ্তাহ আগে ডেড সি এলাকায় আকস্মিক বন্যায় ২১ জন মারা যায়, তাদের মধ্যে বেশির ভাগই ছিল শিশু।

ডেইলি বাংলাদেশ/এসআই