Alexa জম্মু-কাশ্মীরে ভারতীয় সৈন্যসহ নিহত ৩

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

জম্মু-কাশ্মীরে ভারতীয় সৈন্যসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:০৭ ১৬ মে ২০১৯   আপডেট: ১৪:০৭ ১৬ মে ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনায় এক সেনাসহ দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো দুই সেনাসহ এক বেসামরিক লোক।

বৃহস্পতিবার রাজ্যের পুলওয়ামা জেলায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমে জানানো হয়, একটি বাড়িতে সন্দেহভাজন বিচ্ছিন্নবাদীরা অবস্থান করছে বলে গোপন সূত্রে খবর পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন্স গ্রুপের সেনারা অংশগ্রহণ করেন। অভিযান চালানোর সময় বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় বলে জানায় পুলিশ। 

শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযানটি অব্যাহত ছিল। অভিযানের কারণে ওই এলাকার ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/মাহাদী/জেডআর