Alexa জনগণ চায় জাপার সম্ভাবনা আরো উজ্জ্বল হোক: জি এম কাদের

ঢাকা, বুধবার   ২০ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৫ ১৪২৬,   ২২ রবিউল আউয়াল ১৪৪১

Akash

জনগণ চায় জাপার সম্ভাবনা আরো উজ্জ্বল হোক: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:১৪ ২ নভেম্বর ২০১৯   আপডেট: ২১:৪৮ ২ নভেম্বর ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সাংগঠনিকভাবে শক্তি অর্জন করতে পারলে দেশের মানুষ পার্টির ওপর আস্থা রাখবে। জনগণ চায় দেশের রাজনীতিতে জাপার সম্ভাবনা আরো উজ্জ্বল হোক।

শনিবার দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় পার্টিকে আরো শক্তিশালী করতে তৃণমূল নেতাদের প্রতি আহ্বান জানান কাদের।

তিনি বলেন, আগামী সম্মেলনে পার্টির জন্য ত্যাগ, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং অভিজ্ঞতায় সমৃদ্ধদের জাতীয় পার্টিতে মূল্যায়ন করা হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ বিভাগ সাংগঠনিক টিমের আহ্বায়ক এম এ সাত্তারের সভাপতিত্বে  মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সভা পরিচালক জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য সচিব মোস্তফা আল মাহমুদ। প্রেসিডিয়াম সদস্য ও কমিটির যুগ্ম আহ্বায়ক ফখরুল ইমাম, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন ভূঁইয়া। এছাড়াও এ সময় উপস্থিত জাতীয় পার্টির ধর্ম বিষয়ক উপদেষ্টা ক্বারী হাবিবুল্লাহ বেলালী প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এস.আর/এসআই