Alexa জঙ্গিদের দখলে আফগানিস্তানের জেলা সদর, নিহত ৫

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

জঙ্গিদের দখলে আফগানিস্তানের জেলা সদর, নিহত ৫

 প্রকাশিত: ০৫:১০ ২৯ এপ্রিল ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

উত্তর আফগানিস্তানের জেলা সদরের দখল নিল তালিবান জঙ্গিরা। শনিবার একই দিনে দেশটির অপর প্রান্তে, দক্ষিণ প্রদেশের হেলমান্দ সেনা শিবিরেও হামলা চালিয়েছে তারা। এতে ৫ জনের মৃত্যু হয়েছে বলে দাবি সংবাদ সংস্থার।

সূত্রের খবর, আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে কালা-ই জল জেলার আক তাপায় পুলিশের সদর দপ্তর নিজেদের জিম্মায় নিয়েছে বিদ্রোহীরা। রাজ্যপালের ভবনটিও তারা দখল করেছে। প্রাদেশিক পরিষদের এক সদস্য সৈয়দ আসাদুল্লাহ সাদতের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা জানাচ্ছে, জেলা সদর থেকে তালিবানদের হটাতে জোরদার লড়াই চলছে।

তালিবানদের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের দাবি অনুযায়ী, পুলিশর সদর দপ্তর ছাড়াও ১০টি সিকিওরিটি চেক পোস্ট এখন তাদের দখলে। কুন্দুজ শহরের কালা-ই জলের একটি মার্কেটও তারা নিজেদের কব্জায় নিয়েছে।

অন্যদিকে, আফগানিস্তানেরই অপরপ্রান্তে, হেলমন্দের নাদ আলি সেনা শিবিরের সামনে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় তালিবানরা। তাতে এক সেনাসহ ৫ জন নিহত হয়েছেন।

ডেইলি বাংলাদেশ/আরএ

Best Electronics
Best Electronics