Alexa জকিগঞ্জের আতঙ্ক ‘ফকির মাস্তান’ কারাগারে

ঢাকা, শনিবার   ০৭ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

জকিগঞ্জের আতঙ্ক ‘ফকির মাস্তান’ কারাগারে

সিলেট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০২:৩৪ ২৩ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের জকিগঞ্জের মূর্তিমান আতঙ্ক ইউপি সদস্য ‘ফকির মাস্তান’ ও তার তিন সহযোগীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শুক্রবার বিকেলে জকিগঞ্জ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠান বিচারক।

সাজাপ্রাপ্তরা হলেন- ফকির মাস্তান খ্যাত আবদুস সালাম, তার সহযোগী এবাদ মেম্বার, আনোয়ার, শাহজাহান।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. মোশারফ হোসেন জানান, সম্প্রতি ওই উপজেলার ৩নং কাজলশার ইউপির বড়বন্দ গ্রামের গিয়াস উদ্দিনকে বাঁশের সঙ্গে ঝুলিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করেন ইউপি সদস্য আবদুস সালাম। নির্যাতনের ওই ভিডিও ভাইরাল হয়।

ওসি মোশারফ আরো জানান, ওই ঘটনায় মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় সালামকে গ্রেফতার করা হয়। একই দিন সকালে তার তিন সহযোগী এবাদুর রহমান, আনোয়ার হোসেন, শাহাজাহানকে গ্রেফতার করা হয়।

ডেইলি বাংলাদেশ/এআর