Alexa ছোট ভাইয়ের লাশের পাশে বসে মারা গেলেন বড় ভাই

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ছোট ভাইয়ের লাশের পাশে বসে মারা গেলেন বড় ভাই

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২২:৫৫ ১৬ জুলাই ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ছোট ভাইয়ের লাশের বসে ছিলেন মোকাহত বড় ভাই। কিন্তু ভাগ্য এমনই ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়েরও মৃত্যু হয়। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন আব্দুল কাদের মোড়ল (৮৭) ও শের আলী মোড়ল (৮৫)। শের আলী মোড়ল খেশরা ইউনিয়ন পরিষদ সদস্য শামসুল হকের বাবা।

৮৫ বছরের বৃদ্ধ শের আলী মোড়ল সোমবার রাত ১টার দিকে মারা যান। ছোট ভাইয়ের মৃত্যুর খবরে মানসিকভাবে ভেঙে পড়েন বড় ভাই আব্দুল কাদের মোড়ল। সকালে ছোট ভাইয়ের লাশের পাশে বসে থাকা অবস্থায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বড় ভাই কাদের।

খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন বলেন, একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

Best Electronics
Best Electronics