Alexa ‘ছেলের বান্ধবীরা নাকি...’ শেয়ার করলেন মালাইকা

ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০১৯,   আশ্বিন ৩০ ১৪২৬,   ১৫ সফর ১৪৪১

Akash

‘ছেলের বান্ধবীরা নাকি...’ শেয়ার করলেন মালাইকা

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৪৬ ১৩ মার্চ ২০১৯  

মালাইকা আরোরা এবং আরহান খান

মালাইকা আরোরা এবং আরহান খান

ছেলে আরহানের বয়স ১৬। কিন্তু মালাইকা আরোরাকে দেখে তা বোঝার উপায় নেই। ছেলের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক। আর ছেলের বান্ধবীদের সঙ্গে? ছেলের বান্ধবীরা নাকি মালাইকাকে ভয় পান? সম্প্রতি এ সব নিয়েই মুখ খুলেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে মালাইকা বলেন, আমার তো মনে হয় এই পৃথিবীতে আমি সবচয়ে ঠাণ্ডা মাথার মা। কিন্তু সবাই বলে ছেলের বান্ধবীরা নাকি আমাকে ভয় পায়। ওরা তো বাড়িতে আসে। আড্ডা মারে আমার সঙ্গে। ছেলের সব বন্ধুর সঙ্গেই আমি আড্ডা দিই…।

মালাইকা জানিয়েছেন, তার ছেলে আরহান সব কিছু তার সঙ্গেই শেয়ার করে। আরাবাজের সঙ্গে বিচ্ছেদের পর কখনো বাবা, কখনো বা মায়ের সঙ্গে থাকে আরহান। 

ইতোমধ্যেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্ক নিয়ে প্রবল জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রিতে। সেই অর্জুনের সঙ্গেও আরহানের সম্পর্ক ভাল।

ডেইলি বাংলাদেশ/টিএএস