Alexa ছুটি শেষে বাসায় ফেরার পর করণীয়

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ছুটি শেষে বাসায় ফেরার পর করণীয়

স্বাস্থ্য ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:৩৫ ১৪ আগস্ট ২০১৯   আপডেট: ১১:৫৯ ১৪ আগস্ট ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ছুটি শেষে বাসায় ফেরার পর প্রতিটি পরিবারকে নিজ ঘরে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে সরকার। মঙ্গলবার তথ্য বিবরণীর মাধ্যমে এ আহ্বান জানানো হয়।

যা করণীয়

কোনোভাবেই ঘরে শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী মহিলাদের প্রথমে ঘরে ঢুকতে দেবেন না। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঘরের মূল দরজা খুলে ঘরে ঢুকবেন এবং দরজা জানালা বন্ধ অবস্থায় ঘরের আনাচে কানাচে, পর্দার পেছনে, খাটের নীচে স্প্রে করবেন। এরপর প্রাপ্তবয়স্ক ব্যক্তি ঘর থেকে বেরিয়ে যাবেন ও আধা ঘণ্টা অপেক্ষা করবেন। তারপর আবার ঘরে ঢুকে সকল দরজা জানালা খুলে দিবেন। এরপর কমোড ফ্ল্যাশ করবেন, বেসিনের কল ছেড়ে দেবেন। তারপর সবাই ঘরে ঢুকবেন।

মশা নিধনের স্প্রে না থাকলে

সবাই একসঙ্গে ঘরে না ঢুকে প্রথমে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঢুকে সকল দরজা জানালা খুলে দেবেন। তিনি ঘরের সব ফ্যান ছেড়ে দেবেন, কমোড ফ্ল্যাশ করবেন এবং বেসিনের কল ছেড়ে দেবেন। এসব কাজ সম্পন্ন করার পর পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঘরে প্রবেশ করবেন। অবশ্যই রাতে মশারি টাঙিয়ে ঘুমাবেন।

ডেইলি বাংলাদেশ/এনকে

Best Electronics
Best Electronics

শিরোনাম

শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৭ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩