Alexa ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ, শিক্ষকের জেল

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ, শিক্ষকের জেল

মেহেরপুর প্রতিনিধি

 প্রকাশিত: ২০:৫৭ ২৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ২০:৫৭ ২৯ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের মুজিবনগরে ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ এবং ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করার হুমকী দেয়ায় শিক্ষককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার বিকেলে মুজিবনগর ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার এই রায় দেন। সাজাপ্রাপ্ত জেভিয়ার দফাদার মুজিবনগর উপজেলার ভবেরপাড়ার শান্তি দফাদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেভিয়ার দফাদার মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। দুপুরে বিদ্যালয়ে শিশু মেলার সমাপনী অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মুজিবনগর সরকারি শিশু পরিবার নিবাসী শিশুটিকে একটি কক্ষে নিয়ে যায় এবং তার সঙ্গে অশ্লীল আচরণসহ ছবি তুলে ফেসবুকে পোস্ট করার হুমকী দেয়। 

এ ঘটনা জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষকরা তাকে আটক করে অভিযোগ দায়ের করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে জেভিয়ার দফাদারকে এক বছরের কারাদণ্ড দেয়। এসময় মুজিবনগর থানার ওসি (তদন্ত) মো. আবু হুসাইন উপস্থিত ছিলেন।

মুজিবনগর থানার ওসি মো. আব্দুল হাশেম বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জেভিয়ার দফাদারকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকে

Best Electronics
Best Electronics