Alexa ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

ঢাকা, শনিবার   ১৪ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৯ ১৪২৬,   ১৬ রবিউস সানি ১৪৪১

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৪২ ১১ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের দৌলতপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে এক জরুরি সভায় তাকে বরখাস্ত করা হয়। অভিযুক্ত শিক্ষকের নাম শরিফুল ইসলাম সেন্টু।

দৌলতপুর প্রমোদা সুন্দরী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌন হয়রানির অভিযোগে সহকারী শিক্ষক শরিফুল ইসলাম সেন্টু গ্রেফতারের পর বিদ্যালয়ের জরুরি সভা হয়। স্কুলের সভাপতি ও দৌলতপুরের ইউএনও সাবরিনা শারমিন এতে সভাপতিত্ব করেন। সভায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে ইউএনও ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। রোববার এ কমিটি গঠন করা হবে।

এদিকে এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বৃস্পতিবার দুপুরে স্কুলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় দৌলতপুরের্ ইউএনও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।

শিক্ষক সেন্টুর বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মঙ্গলবার রাতে দৌলতপুর থানায় মামলা হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম সারোয়ার তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডেইলি বাংলাদেশ/এমকেএ