Alexa ছবি প্রযোজনায় আসছেন পরীমনি

ঢাকা, শনিবার   ১৪ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৯ ১৪২৬,   ১৬ রবিউস সানি ১৪৪১

ছবি প্রযোজনায় আসছেন পরীমনি

 প্রকাশিত: ১৭:১২ ২২ ডিসেম্বর ২০১৭  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঢাকাই ছবির এই সময়ের পরিচিত নায়িকা পরীমনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘অন্তর জ্বালা’ ছবিতে পরীমনির অভিনয় প্রশংসিত হয়েছে। এই সুসময়ে তিনি নতুন একটি খবর দিয়েছেন। জানালেন, ছবি প্রযোজনা করবেন তিনি।

তিন বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন অনেকগুলো ছবিতে। শুধু তাই নয়, অভিষেকের আগেই তিনি দুই ডজনের বেশি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন। তার অভিনীত ছবির তালিকা বেশ লম্বা হলেও সাফল্যের খাতা শূন্যই বলা চলে।

পরীমনি জানান, ছবির গল্প নিয়ে কাজ চলছে। তিনি ছাড়া আর কারা অভিনয়ে থাকবেন, সেটা এখনো চূড়ান্ত নয়। তবে ছবিটি পরিচালনা করবেন মালেক আফসারি। আগামী জানুয়ারিতেই শুটিং শুরু করবেন বলেও আভাস দেন পরী।

ঢাকাই ছবির উন্নয়নে ভূমিকা রাখার জন্যই ছবি প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পরীমনি। তার মতে, শুধু অভিনয় দিয়ে নয়, প্রযোজনা দিয়েও তিনি ভালো কিছু করতে চান। ভালো ছবির জন্য ভালো বাজেট ও পরিকল্পনা দরকার। এই বিষয়গুলো খেয়াল রেখেই ছবি প্রযোজনায় আসছেন তিনি।

ডেইলি বাংলাদেশ/আরএজে