Alexa চোরের বাড়ির জুয়ার আসরে ইউএনও!

ঢাকা, শনিবার   ১৯ অক্টোবর ২০১৯,   কার্তিক ৩ ১৪২৬,   ১৯ সফর ১৪৪১

Akash

চোরের বাড়ির জুয়ার আসরে ইউএনও!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৫:২৭ ১১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২৯ ১১ অক্টোবর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পংকরহাটি গ্রামের সব্দুল চোরের বাড়ি। বাড়িটির মিলনী বেগমের ঘরে প্রতিদিনই বসে জুয়ার আসর। চলে মাদক সেবনও। এমনি এক সংবাদে সেখানে অভিযানে যান নান্দাইল ইউএনও আব্দুর রহিম সুজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। অভিযানে এসিল্যান্ড মাহমুদা আক্তারও ছিলেন।

ইউএনও সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিলনী বেগমের ঘরে অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তারা হলেন- ওই গ্রামের ইসমাইল ভূঁইয়ার ছেলে আলী আসলাম, মঞ্জিল মিয়া, সুলতান মিয়া, ময়না মিয়া, উজ্জ্বল মিয়া ও বাচ্চু মিয়া।

এছাড়া মিলনী বেগম ও হারুলি আক্তারকে ২০০ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

ডেইলি বাংলাদেশ/এমআর