Alexa চোরকে জড়িয়ে অবশেষে মারা গেলেন মা

ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৮ ১৪২৬,   ১৫ রবিউস সানি ১৪৪১

চোরকে জড়িয়ে অবশেষে মারা গেলেন মা

শরীয়তপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:৩৯ ১৪ অক্টোবর ২০১৯   আপডেট: ১৫:৫১ ১৪ অক্টোবর ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শরীয়তপুরের বিনোদপুরে চোরের কোপে আহত হওয়া মা ফাতেমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার ভোরে উপজেলার বিনোদপুর খালাসীকান্দী গ্রামের মালয়েশিয়া প্রবাসী নাসির মাদবরের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে ফাতেমা আক্তার ও তার ছেলে জুবায়ের মাদবর গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে ফাতেমার অবস্থা আশংকাজনক হওয়ায় রোববার তাকে ঢামেকে নেয়া হয়।

পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

ডেইলি বাংলাদেশ/জেএস