Alexa চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মেসি

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মেসি

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৪:৫৪ ১৬ সেপ্টেম্বর ২০১৯  

চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ সামনে রেখে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। তার এই ফেরা বার্সেলোনার জন্য যা হতে পারে বড় প্রেরণা।

কোপা আমেরিকায় খেলার পর ছুটি কাটিয়ে ক্লাবে ফিরে গত ৫ অগাস্ট প্রথম অনুশীলনেই চোট পান মেসি। পরে পরীক্ষায় তার পায়ের মাংসপেশিতে চোট ধরা পড়েছিল।

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা নিয়ে তেমন কিছু শুক্রবার সংবাদ সম্মেলনে বলতে পারেননি কোচ এরনেস্তো ভালভেরদে।

চলতি মৌসুমে অধিনায়ককে ছাড়া এখন পর্যন্ত লা লিগায় চার ম্যাচ খেলে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বার্সেলোনা।

ডেইলি বাংলাদেশ/আরএ