Alexa খুলনায় ক্রিসেন্ট মিলের মন্দিরে প্রতিমা ভাঙচুর

ঢাকা, শনিবার   ১৭ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

খুলনায় ক্রিসেন্ট মিলের মন্দিরে প্রতিমা ভাঙচুর

 প্রকাশিত: ১৪:২১ ৬ অক্টোবর ২০১৮   আপডেট: ১৪:৩৫ ৬ অক্টোবর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার খালিশপুরের ক্রিসেন্ট জুট মিলের মন্দিরে শুক্রবার রাতে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন বলেন, শুক্রবার রাতে হিন্দুধর্মাবলম্বীরা মন্দিরে পূজা করে বাড়িতে চলে যান। রাতে যে কোনো সময় মন্দিরে প্রবেশ করে দুর্গা প্রতিমার হাত, গণেশের সুরসহ কয়েকটি প্রতিমা ক্ষতিগ্রস্থ অবস্থায় দেখতে পান। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ সব প্রতিমা তৈরির কাজ চলছিলো বলে জানান তারা।শনিবার সকালে মন্দিরের ঢুকে তারা এই অবস্থা দেখতে পান এবং তাৎক্ষনিক পুলিশে খবর দেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, ক্রিসেন্ট মিল সিবিএর সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, বর্তমান ও সাবেক কাউন্সিল সহ আওয়ামী লীগের নেতা, থানা পুলিশ এবং পূজা উদযাপন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা।

খালিশপুর থানার ওসি সরদার মোশারফ হোসেন বলেন, রাতের কোনো এক সময় প্রতিমা ভাঙচুর করা হয়েছে। তদন্ত চলছে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ডেইলি বাংলাদেশ/জেডএম

Best Electronics
Best Electronics