Alexa চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসের তিন দালালের জেল

ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০১৯,   কার্তিক ৩০ ১৪২৬,   ১৭ রবিউল আউয়াল ১৪৪১

Akash

চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসের তিন দালালের জেল

চুয়াডাঙ্গা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:০৮ ৪ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গায় বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে তিন দালালকে আটক করেছে দুদক। পরে তাদের তিনদিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে দুদুকের কুষ্টিয়া সার্কেলের একটি টিম এ অভিযান চালায়। দণ্ডিতরা হলেন- চুয়াডাঙ্গা শহরের সাব্দার হোসেনের ছেলে আশারফুজ্জামান বকুল, ইসলাম নেওয়াজের ছেলে উজ্জ্বল হোসেন ও আশরাফুল হকের ছেলে ইমরান হক।

দুদকের কুষ্টিয়া সার্কেলের উপ-পরিচালক মো. জাকারিয়া বলেন, প্রায় সময়ই চুয়াডাঙ্গার বিআরটিএ অফিসের দুর্নীতি নিয়ে দুদকের কাছে অভিযোগ আসত। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে বিআরটিএ অফিসে অভিযান চালানো হয়। এ সময় মানুষকে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়সহ নানা অভিযোগে তিন দালালকে আটক করা হয়।

সদর ইউএনও ওয়াশীমুল বারী জানান, উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আটকদের এ দণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর