Alexa চুয়াডাঙ্গায় ৭টি সোনার বারসহ চোরাকারবারী আটক

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

চুয়াডাঙ্গায় ৭টি সোনার বারসহ চোরাকারবারী আটক

 প্রকাশিত: ১৩:১৭ ২৭ এপ্রিল ২০১৮  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাঁঠালতলা এলাকায় ৭টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুর কাঁঠালতলা এলাকায় একটি বাসে তল্লাশী চালিয়ে করে তাকে আটক করা হয়।

আটক শাহীন হোসেন শাহীন হোসেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মরহুম আমির উদ্দীনের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ইমাম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুর কাঁঠালতলা এলাকায় অভিযান চালায় বিজিবি। এ অভিযানের নেতৃত্ব দেন বিজিবির হাবিলদার আবুল বাসার। আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা খুলনাগামী নিউ মডার্ণ নামের একটি বাসে তল্লাশী চালানো হয়। এসময় বাসযাত্রী শাহীনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ৭টি বারের ওজন প্রায় ৭০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

আটক শাহীন হোসেনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেডএম

 

Best Electronics
Best Electronics