Alexa চুমু খাওয়ার ছবি তুলতে গিয়ে পানিতে হাবুডুবু হবু দম্পতির! (‌ভিডিও)‌

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

চুমু খাওয়ার ছবি তুলতে গিয়ে পানিতে হাবুডুবু হবু দম্পতির! (‌ভিডিও)‌

মজার খবর ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:০৯ ২৬ এপ্রিল ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‌বিয়ের আগে ফটোশুট এখন বেশ ট্রেন্ডি। বর–বধূ তাদের জীবনের এই মুহূর্তটিকে সুন্দরভাবে ছবির মধ্য দিয়ে মনে রাখতে চান। তাই এখন অনেকেই বিভিন্ন লোকেশনে ফটোশুট করেন। সে রকমই প্রি–ওয়েডিং ফটোশুট করতে গিয়ে বিপাকে পড়লেন এক যুগল। আর এই ভিডিও ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। 

ভারতের তামিলনাড়ুতে এমন ঘটনা ঘটেছে। রাজ্যের চওড়া একটি নদীতে সরু নৌকায় বসে রয়েছেন তরুণ–তরুণী। মেয়েটির পরনে সাদা শাড়ি। আর ছেলেটি পরেছেন মেরুন পাঞ্জাবি, সঙ্গে সাদা ধুতি। দু’জনেই আবার কায়দা করে একফালি কলাপাতা ধরেছেন নিজেদের মাথায়। আশেপাশে অত্যাধুনিক ক্যামেরা হাতে হাজির বেশ কয়েকজন ফটোগ্রাফার।

কী কী করলে ফ্রেমে তাদের আরো রোম্যান্টিক লাগবে হবু দম্পতিকে সেটাই বোঝাচ্ছেন তারা। শেষ পর্যন্ত বোঝা গেল চারদিক থেকে জল ছিটিয়ে দেবেন ক্যামেরা ম্যানের সহকারীরা। আর ঠিক সেই মুহূর্তেই ঠোঁটে ঠোঁট ছোঁয়াবেন ওই তরুণ–তরুণী। আর তখনই ঝলসে উঠবে ফ্ল্যাশ। 

লেন্সবন্দি হবে হবু দম্পতির একান্ত মুহূর্ত। কিন্তু অভিনব কায়দায় এই প্রি–ওয়েডিং শুট শুরুর আগেই ঘটল বিপত্তি। ফটোগ্রাফারের কথামতো যেই না ওই জুটি চুমু খেতে গিয়েছেন, ওমনি উল্টে গেল নৌকা। পানিতে পড়ে গেলেন তরুণ–তরুণী দু’জনেই। তবে আশার কথা হলো দু’জনেই সাঁতার জানতেন, আর পানিও তেমন গভীর ছিল না, তাই এ যাত্রায় কোনো অঘটন ঘটেনি।

আর এমন ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হতেই সকলেই ওই জুটির এমন কাহিনী দেখে অট্টহাসিতে ফেটে পড়েন। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হেসে গড়াচ্ছেন নেটিজেনরাও।

ওয়েডপ্ল্যানার ওয়েডিং স্টুডিওর প্রাধান যদিও জানিয়েছেন তিজিন ও শিল্পার নতুন জীবনের সূচনা যাতে হাসি–ঠাট্টার মধ্য দিয়ে হয় তাই এটা তাদেরই পূর্ব পরিকল্পনা ছিল এবং তাই ওদের ওই সরু নৌকায় তোলা হয়েছিল। এই ভিডিও ইতিমধ্যেই ২ লাখ দর্শক দেখেছেন এবং দারুণ দারুণ মন্তব্য করেছেন। তবে পরে পড়ে যাওয়ার পর বাকি শুটটা নাকি জলের মধ্যেই সেরেছেন এই জুটি। 

পানিতে পড়ে যাওয়ার ভিডিওটি:-

ডেইলি বাংলাদেশ/টিএএস