Alexa চুমকির মনোনয়ন ফরম সংগ্রহ

ঢাকা, শুক্রবার   ১৮ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৮ সফর ১৪৪১

Akash

চুমকির মনোনয়ন ফরম সংগ্রহ

 প্রকাশিত: ১৮:৪৫ ১০ নভেম্বর ২০১৮   আপডেট: ১৮:৪৫ ১০ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর-৫ নির্বাচনী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম উত্তোলন সংগ্রহ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। 

শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।  এর আগে তিনি শুক্রবার রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

উপজেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল ইসলাম সেলিম জানান,রোববার সকালে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি মনোনয়ন ফরম জমা দেবেন। 

চুমকি বলেন,পরম করুনাময় মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। আমার একমাত্র অভিভাবক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এ নির্দেশ দিয়েছেন। কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউপি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯, ৪০, ৪১, ৪২ ওয়ার্ডের জনগণ এবং সেই সঙ্গে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরাই আগামী নির্বাচনে আমার প্রধান শক্তি। আমি আশা করব ২৩ ডিসেম্বর সবাই নৌকায় ভোট দিবে। শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। 

ডেইলি বাংলাদেশ/ জেএস