Alexa চুপি চুপি প্রেমে মসগুল সারা-কার্তিক

ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০১৯,   কার্তিক ৬ ১৪২৬,   ২২ সফর ১৪৪১

Akash

চুপি চুপি প্রেমে মসগুল সারা-কার্তিক

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৩৫ ১৫ মে ২০১৯   আপডেট: ১৪:০২ ১৫ মে ২০১৯

কার্তিক আরিয়ান এবং সারা আলি খান

কার্তিক আরিয়ান এবং সারা আলি খান

বলিউডের পা রেখেই নিজের জাত চিনিয়েছেন সারা আলি খান। আর অভিনীত ‘কেদারনাথ’ এবং ‘সিম্বা’ দু’টি ছবিই দর্শক মহলে প্রশংসা কুঁড়িয়েছে। আর এ কারণেই অল্প সময়েই বলিউডে গ্লামার কন্যা হয়ে উঠেছেন। পরিচালকদের পছন্দের প্রথম কাতারেই এখন তার অবস্থান। 

এদিকে, বলিউডে জোর গুঞ্জন চলছে সারা আলি খান প্রকাশ্যে নয় বরং চুপি চুপি প্রেম করছেন। শোনা যায় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে সরাসরি ডেট এর প্রস্তাব দিলেও তার সঙ্গে লুকিয়ে প্রেম করছেন তিনি। এ নিয়ে মিডিয়াতে বেশ গসিপ চলছে বেশ কয়েকদিন ধরে। যদিও তারা কেউই এ ব্যাপারে সরাসরি মুখ খুলেনি। 

কিন্তু কয়েকবার তাদেরকে গাড়ি থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গিয়েছে, এমনকি শুটিং স্পটেও তাদের আচার আচরণে কেমিস্ট্রি দেখে সবাই প্রেমের গন্ধ পাচ্ছেন। ঠিক যেনো লুকোচুরি প্রেম করছেন এই তারকা জুটি।

ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল ২’ সিনেমাতে প্রথমবারের মতন একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন এই দুই তরুন তারকা।

ডেইলি বাংলাদেশ/টিএএস