Alexa চুটিয়ে প্রেম করলেন দেব-কোয়েল (ভিডিও)

ঢাকা, সোমবার   ১৯ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

চুটিয়ে প্রেম করলেন দেব-কোয়েল (ভিডিও)

 প্রকাশিত: ১০:০৫ ৬ সেপ্টেম্বর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি

কখনও সমুদ্রের জলে পা ভিজিয়ে আলতো হাঁটা, কখনও বা লং ড্রাইভে বেড়িয়ে পড়ছেন তারা। দেব এবং কোয়েলকে ঠিক এমন ভাবেই দেখা গেল।

নতুন সম্পর্কের বাঁধনে বাঁধা পড়েছেন দেব ও কোয়েল। তবে তা বাস্তবে নয়, রিল লাইফে। সৌজন্যে কমলেশ্বর মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘ককপিট’।

সদ্য মুক্তি পেয়েছে অরিন্দম চট্টোপাধ্যায়ের সুরে অরিজিত সিংহের গাওয়া এই ছবির গান ‘ভালবাসা যাক’। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তা পছন্দ করছেন দর্শক। দিন কয়েক আগেই আতিফ আসলামের সুরে মুক্তি পেয়েছে ‘ককপিট’-এর গান ‘মিঠে আলো’। আতিফের সঙ্গে ডুয়েট গেয়েছেন নিকিতা গাঁধী।

এই ছবি দিয়েই প্রথম বাংলা ছবিতে ডেবিউ হবে ‘ভুতু’ অর্থাত্ আরশিয়া মুখোপাধ্যায়ের। এ ছাড়াও অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ প্রমুখের অভিনয় সমৃদ্ধ করবে ছবিটিকে। আসন্ন পূজাতে ‘ককপিট’-এর ল্যান্ড করার অপেক্ষা।

দেখুন ভিডিও:

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

Best Electronics
Best Electronics