Alexa চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৮ ১৪২৬,   ১৯ জ্বিলকদ ১৪৪০

চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:৫৩ ২৬ জুন ২০১৯   আপডেট: ১৭:৫১ ২৭ জুন ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

পাঁচ দিনের সরকারি সফরে আগামী ১ জুলাই চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন এবং দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন।

চীনের দালিয়ানে আগামী ১-৩ জুলাই বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সফরকালে শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। 
এছাড়া চীনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

চীন সফর শেষে প্রধানমন্ত্রী আগামী ৬ জুলাই দেশে ফিরবেন। বাসস।

ডেইলি বাংলাদেশ/আরএ